পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি ব্যবস্থা - পরিবর্তন ও সংস্কার

Authors

  • Rintu Mohanta

Keywords:

স্থানীয় স্বায়ত্তশাসন, রাষ্ট্র, সার্বিক উন্নয়ন, পরিবর্তন, সংস্কার

Abstract

ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ দিক হল পঞ্চায়েতি ব্যবস্থা। স্বাধীনতার পর থেকে ভারতে যে পঞ্চায়েত ব্যবস্থা আমরা লক্ষ্য করি সেই ধারণা নতুন নয়। পৃথিবীর অন্যান্য রাজনৈতিক প্রতিষ্ঠানের থেকে এটা বহু প্রাচীন। মহাত্মা গান্ধী পঞ্চায়েত ব্যবস্থাকে স্বাধীন ভারতবর্ষের প্রশাসনিক ব্যবস্থার মৌলিক ভিত্তি বলে অভিহিত করেছেন। স্বাধীন ভারতের সংবিধানের চতুর্থ অধ্যায়ের ৪০নং ধারায় নির্দেশমূলক নীতিতে পঞ্চায়েত ব্যবস্থা অন্তর্ভুক্ত আছে। প্রকৃতপক্ষে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ এর মাধ্যমেই রাষ্ট্রের সার্বিক উন্নয়ন এবং বিকাশ সম্ভব। আমার এই নিবন্ধে বর্তমানে কেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি ব্যবস্থার পরিবর্তন ও সংস্কার প্রয়োজন বিষয়ে সে সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

Downloads

Published

2021-12-31

How to Cite

Mohanta, R. (2021). পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি ব্যবস্থা - পরিবর্তন ও সংস্কার. Teachers’ Journal, 5(1), 208–214. Retrieved from https://journal.nvc.ac.in/index.php/tj/article/view/61