আঠারো শতকের বাংলায় নগরায়ণ ও নাগরিক জীবনঃ প্রেক্ষিত ফরাসী শহর চন্দননগর

Authors

  • Dr. SUBRATA ROY Assistant Professor, Dept. of History, Santipur College, Nadia

Keywords:

শব্দসূচকঃ চন্দননগর; কুঠি; ফরাসী বসতি; বাণিজ্য; শহর; নাগরিক-জীবন।

Abstract

সারসংক্ষেপঃ ইস্পাহান নিবাসী ম্যাকারা নামক জনৈক ব্যাক্তির সাহায্যে ফরাসীরা দিল্লীর সম্রাটের কাছ থেকে চন্দননগরে কুঠি স্থাপন করার অনুমতি পান এবং পরবর্তী কালে এই কুঠিকে কেন্দ্র করে ফরাসী বসতি ও বাণিজ্যের বিস্তার ঘটে। আঠারো শতকে ফরাসী উপনিবেশ হিসেবে চন্দননগর শহরের উথ্বান কি ভাবে ঐ অঞ্চলের নাগরিক জীবন ও সংস্কৃতির রূপান্তর সাধিত করে সেই বিষয়টিকে তুলে ধরা হয়েছে। সর্বোপরি মিশ্র জনগোষ্ঠীর এই শহরের আইন-শৃঙ্খলার সম্পর্কে তথ্য তালাশের পাশাপাশি সামাজিক গতিশিলতার নানা আঙ্গিককে তুলে ধরা হয়েছে।  

 

Published

2023-03-24

How to Cite

ROY, D. S. (2023). আঠারো শতকের বাংলায় নগরায়ণ ও নাগরিক জীবনঃ প্রেক্ষিত ফরাসী শহর চন্দননগর . Teachers’ Journal, 6(1). Retrieved from https://journal.nvc.ac.in/index.php/tj/article/view/20